যেখানে শচীন-সাঙ্গাকারার চেয়েও এগিয়ে ধোনি
নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ভারতের ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে ক্রিকেটের ১৭তম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছেন ৯,০০০ রানের মাইলফলক। তবে একদিক দিয়ে শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তি ব্যাটসম্যানদেরও ছাড়িয়ে গেছেন ধোনি। ভারতীয় অধিনায়কই ওয়ানডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ৫০-এর বেশি ব্যাটিং গড় নিয়ে।
ধোনির আগে এই মাইলফলকে পৌঁছানোর সময় ব্যাটিং গড় সবচেয়ে বেশি ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসের—৪৫.৬৮। ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৮,৪২৬ রান করা টেন্ডুলকারের ব্যাটিং গড় ৪৪.৮৩। সাঙ্গাকারার ৪১.৯৮। ধোনির এই রেকর্ড অবশ্য খুব দ্রুতই ভেঙে দিতে পারেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৯,০০০ রানের মাইলফলক স্পর্শ করার জন্য ডি ভিলিয়ার্সের প্রয়োজন আর মাত্র ২৫৮ রান। ১৯৭ ইনিংস খেলে ৫৩.৫৬ গড়ে ৮,৭৪২ রান করেছেন এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
ওয়ানডেতে ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই ৯,০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ধোনি। তাঁর আগে এই উচ্চতায় পৌঁছেছেন শুধু মোহাম্মদ আজহারউদ্দিন (৯,৩৭৮), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯), সৌরভ গাঙ্গুলী (১১,৩৬৩) ও টেন্ডুলকার (১৮,৪২৬)।
উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বিবেচনায় আরো একটি কীর্তি গড়েছেন ধোনি। সবচেয়ে কম ইনিংস খেলে পৌঁছেছেন ৯,০০০ রানে। ধোনির আগে এই কৃতিত্ব ছিল শুধু সাঙ্গাকারা ও অ্যাডাম গিলক্রিস্টের। সাঙ্গাকারা ৯,০০০ রান করেছিলেন ২৫২ ইনিংস খেলে। গিলক্রিস্ট খেলেছিলেন ২৬২ ম্যাচ। আর ধোনি এই মাইলফলক ছুঁয়েছেন ২৪৪তম ইনিংসে।
ছয় মারার রেকর্ডেও ধোনি ছাড়িয়ে গেছেন টেন্ডুলকারকে। ২৩ বছরের বর্ণিল ওয়ানডে ক্যারিয়ারে টেন্ডুলকার মেরেছিলেন ১৯৫টি ছয়। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনটি ছয় মেরে ধোনি নিজের সংখ্যাটা নিয়ে গেছেন ১৯৬-এ। অন্তত ৯,০০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় ধোনির নাম আছে দ্বিতীয় স্থানে। ক্রিস গেইল মেরেছেন ২২৯টি ছয়। আর সব মিলিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড আছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির দখলে। ৩৯৮টি ওয়ানডে খেলে আফ্রিদি মেরেছেন ৩৫১টি ছয়।