সৈকতের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল ঢাকা

ঢাকা ডায়নামাইটস দলে তারকার ছড়াছড়ি। সাকিব আল হাসানের নেতৃত্বে খেলছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের মতো কিংবদন্তি ব্যাটসম্যান। তবে দলের বিপর্যয়ে হাল ধরতে দেখা গেল ২০ বছর বয়সী মোসাদ্দেক হোসেন সৈকতকে। রাজশাহী কিংসের বিপক্ষে ৪৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকার স্কোরবোর্ডে জমা হয়েছে ১৩৮ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছিল ঢাকা। প্রথম আট ওভারের মধ্যে মাত্র ৪৩ রান সংগ্রহ করতেই সাজঘরমুখী হয়েছিলেন সাঙ্গাকারা, জয়াবর্ধনে, মেহেদি মারুফ ও অধিনায়ক সাকিব আল হাসান। গত ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলা মারুফ আজ করেছেন ২৫ রান। সাকিব আউট হয়েছেন শূন্য রানে। তবে প্রাথমিক এই ধাক্কা সামলে নিতে পেরেছেন সৈকত ও রবি বোপারা। পঞ্চম উইকেটে তাঁরা গড়েছিলেন ৫৪ রানের জুটি। ১৬তম ওভারে ২০ রান করে বোপারা আউট হয়ে গেলেও শেষপর্যন্ত ব্যাটিং করে গেছেন সৈকত। ডোয়াইন স্মিথকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে তিনি গড়েছিলেন ২৫ বলে ৪১ রানের ঝড়ো জুটি।
৪৬ বলে ৫৯ রানের হার না মানা ইনিংসটি খেলার পথে সৈকত মেরেছেন ছয়টি চার ও একটি ছয়। ১০ বল খেলে ১৩ রান করে অপরাজিত ছিলেন স্মিথ।
রাজশাহীর পক্ষে ভালো বোলিং করে নজর কেড়েছেন মেহেদি হাসান মিরাজ। চার ওভার বল করে ২২ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন এই ডানহাতি অফস্পিনার। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সামিত প্যাটেল দুই উইকেট নিয়েছেন ২০ রান খরচ করে। একটি উইকেট গেছে ডানহাতি পেসার আবুল হাসানের ঝুলিতে।