ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে বিরাট কোহলি
‘রান মেশিন’! এই উপাধিটাই এখন সবচেয়ে ভালো যায় বিরাট কোহলির সঙ্গে। মাঠে নামলেই রানের বন্যা বইয়ে দেবেন- এটাই যেন নিয়ম বানিয়ে ফেলেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও দুর্দান্ত ব্যাটিং করছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আর অসাধারণ এই ব্যাটিং নৈপুণ্যের স্বীকৃতিটাও পেয়ে গেলেন কোহলি। প্রথমবারের মতো দখল করলেন টেস্ট র্যাংকিংয়ের তৃতীয় স্থান। টেস্টে এটিই তাঁর ক্যারিয়ারসেরা র্যাংকিং।
নিজজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা ভালো হয়নি কোহলির। দুই ম্যাচের চার ইনিংসে করেছিলেন মাত্র ৮১ রান। কিন্তু তৃতীয় ম্যাচে দুর্দান্ত এক দ্বিশতকের ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছিলেন এসময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তারপর থেকে বোলারদের জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছিল ৪৩৯ রান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেরও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন কোহলি। প্রথম তিনটি ম্যাচে করেছেন ৪০৫ রান।
ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে টেস্ট র্যাংকিংয়ে কোহলি ছিলেন ১৫তম অবস্থানে। সেখান থেকে এক লাফে তিনে উঠে এসেছেন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান। কোহলির সামনে আছেন শুধু ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
টেস্টে একটি মাইলফলকের দ্বারপ্রান্তেও চলে গেছেন কোহলি। আর মাত্র ৪১ রান করতে পারলেই পূর্ণ করতে পারবেন চার হাজার রান। সাম্প্রতিক সময়ে যেভাবে ব্যাটিং করছেন তাতে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টেই হয়তো সেখানে পৌঁছে যাবেন তিনি।