আন্তর্জাতিক ভলিবলে বাংলাদেশের শুভ সূচনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/23/photo-1432393407.jpg)
আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে উল্লসিত বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে বাংলাদেশ। অলিম্পিকের মধ্য এশিয়া অঞ্চলের বাছাই পর্বের উদ্বোধনী দিনে তারা ৩-১ সেটে হারিয়েছে মালদ্বীপকে।
urgentPhoto
শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের প্রথম সেটে অবশ্য হেরেছিল বাংলাদেশ, ২৫-২০ পয়েন্টে। পরের তিনটি সেটে ২৫-১৯, ২৫-২১ ও ২৫-২০ পয়েন্ট জিতে নেয় স্বাগতিক দল।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন লে. জেনারেল মইনুল ইসলাম এবং পৃষ্ঠপোষক ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। এ ছাড়া বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন হয়েছে। প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গান গেয়েছেন। আর বাংলাদেশ আনসার যন্ত্রসঙ্গীত পরিবেশন করে।