টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের
প্রথমটির মতো দ্বিতীয় টি-টোয়েন্টি তেমন সহজে জিততে পারেনি পাকিস্তান। তবে সহজ হোক বা কঠিন, নাটকীয়ভাবে দুই উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিজেদের কাছে রেখে দিয়েছে আফ্রিদির দল।
রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে তিন উইকেটে ১৭৫ রানের ভালো সংগ্রহ এনে দিয়েছেন প্রথম তিন ব্যাটসম্যান—ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা ও শন উইলিয়ামস।
সিবান্দা (৪৬ বলে ৪৯) ও মাসাকাদজার (৩২ বলে ৩৯) ৫১ বলে ৬৮ রানের উদ্বোধনী জুটির ওপর অতিথিদের বড় সংগ্রহের ভিত নির্মিত। মাসাকাদজার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে উইলিয়ামসকে (৩২ বলে অপরাজিত ৫৮) নিয়ে ৪৯ বলে ৬৮ রানের আরেকটি ভালো জুটি গড়েছেন সিবান্দা।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাকিস্তানের জয়ে বড় অবদান মুখতার আহমেদের। ৪০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৬২ রান করেছেন এই ডানহাতি ওপেনার। উমর আকমলের ব্যাট থেকেও ২১ বলে ৩০ রানের একটা ভালো ইনিংস এসেছে।
তারপরও ১৬১ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। একটি করে চার ও ছক্কা মেরে শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে স্বাগতিকদের স্বস্তির জয় এনে দেওয়ার কৃতিত্ব বিলাওয়াল ভাট্টির (৫ বলে অপরাজিত ১৩)। আগেরটির মতো এই ম্যাচেরও সেরা খেলোয়াড় মুখতার।
এই সিরিজ দিয়েই দীর্ঘ ছয় বছর পর পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট ফিরলো। এরপর তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ২৬, ২৯ ও ৩১ মে তিনটি ম্যাচই হবে গাদ্দাফি স্টেডিয়ামে।