কুকের শতকে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড
লর্ডস টেস্টের তৃতীয় দিন পর্যন্ত শক্ত অবস্থানে ছিল নিউজিল্যান্ড। কিন্তু চতুর্থ দিনে অধিনায়ক অ্যালিস্টার কুকের দারুণ শতকে ভর করে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। ১৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ছয় উইকেট হারিয়ে ৪২৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে নিয়েছে ২৯৫ রানের লিড।
১৫৩ রান করে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক কুক। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করেছেন বেন স্টোকস। আউট হয়েছেন ৯২ বলে ১০১ রান করে। তার আগে জো রুট করেছিলেন ৮৪ রান।
চতুর্থ দিনের প্রথম ওভারেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ইয়ান বেল আউট হওয়ার পর চতুর্থ উইকেটে রুট ও কুক গড়েছিলেন ১৫৮ রানের জুটি। মধ্যাহ্নবিরতির পর রুটকে আউট করতে পারলেও স্বস্তি পায়নি কিউই বোলাররা। পঞ্চম উইকেটে ১৩২ রানের জুটি গড়ে আবার তাদের ভুগিয়েছেন কুক ও স্টোকস। শেষ সেশনে ইংল্যান্ড হারিয়েছে স্টোকস ও জস বাটলারের (১৪) উইকেট।
অতি নাটকীয় কিছু না ঘটলে এটা অনুমান করাই যায় যে, নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টটি ড্র-ই হতে চলেছে। সোমবার ২৯৬ রানের লিড নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করবে ইংল্যান্ড।