ভারত কেন বৈশ্বিক শিরোপা জিততে পারছে না?
আইপিএলের কল্যাণে টি-টোয়েন্টিতে দুই মাস বুঁদ হয়ে ছিল ভারতীয় ক্রিকেটাররা। এবার নামছে সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটে। আগামী ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। গতবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। ২০১৩ সালের পর থেকে আইসিসির কোনো বৈশ্বিক আসরেই শিরোপা জিততে পারেনি ভারত।
এ দিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। সাবেক অসি ওপেনার ম্যাথু হেইডেন ভারতের আগেরবার হেরে যাওয়াকে মনস্তাত্ত্বিক বলে আখ্যায়িত করেছেন। মূলত ক্রিকেটারদের ওপর ভক্তদের অতিরিক্ত প্রত্যাশার চাপকে বৈশ্বিক শিরোপা জেতার অন্তরায় হিসেবে দেখেছেন হেইডেন। এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার (১ জুন) টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে উঠে আসে হেইডেনের মতামত। যেখানে হেইডেন বলেন, ‘ফলাফলের চিন্তা না করে ভারতীয়দের শুধু খেলে যেতে হবে। এটা দক্ষতার ব্যাপার নয়, ব্যাপারটা মানসিক।’
ভারতীয় দলে তারকার ছড়াছড়ি। দ্বিতীয় সারির দলও সক্ষমতা রাখে যে কাউকে হারানোর। সেখানে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া ভারতের আর কোনো শিরোপা নেই, এটি মানতে পারছেন না হেইডেন।
এ প্রসঙ্গে হেইডেনের মতামত, ‘এখানে ক্রিকেটই জীবন। এটি ভারতীয় ক্রীড়াঙ্গনের ডিএনএ এবং অন্য কোনো খেলা এর আশপাশেও নেই। ফলে খেলোয়াড়দের ওপর প্রত্যাশার একটা চাপ থাকে।’
হেইডেন বাড়িয়ে বলেননি। ভারতে ক্রিকেটকে রীতিমতো পুজা করা হয়। খেলোয়াড়রা কোথাও বের হলে ভীড় জমে যায়। এটি খেয়াল করেছেন হেইডেনও। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমি হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু কেউ হয়তো চিনবে না। ওখানে ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলা আছে। রাগবি, ফুটবল এসব ভালোও করছে। দর্শকপ্রিয়তাও আছে।’
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়া, ২০১৫ ও ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও কোনোটিতেই সর্বোচ্চ সাফল্য পায়নি ভারত। এবার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ৭ জুন থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ ভারতের। সেখানে যদি হতাশা কাটে।