দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার সরফরাজের ভাই মুশির
দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই মুশির খান। আজমগড় থেকে লখনৌ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন মুশির। ঘাড়ে চোট পেয়েছেন তিনি। খবর ইএসপিএনক্রিকইনফোর।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট ইরানি কাপ। চোটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকের কয়েক রাউন্ড মিস করবেন মুশির। একই সঙ্গে মিস করবেন রঞ্জি ট্রফির ম্যাচও।
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা মুশিরের চোট কতটা গুরুতর সেটি এখনও জানায়নি চিকিৎসকরা। তবে তারা এতটুকু জানিয়েছে, বর্তমানে শঙ্কামুক্ত আছেন তরুণ এই ক্রিকেটার।
ভারতের জার্সিতে তিনটি টেস্ট খেলেছেন মুশিরের বড় ভাই সরফরাজ। অনূর্ধ্ব-১৯ দলে খেলা মুশিরকে নিয়ে আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে। সম্প্রতি ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তিনি। চলতি মাসেই ঘরোয়া ক্রিকেটে দুলিপ ট্রফিতে ১৮১ রানের দারুণ এক ইনিংস তাকে ফের আলোচনায় নিয়ে আসে। এর মধ্যেই তিনি শিকার হলেন দুর্ঘটনার।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) মুশিরের ব্যাপারে খোঁজখবর রাখছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকম পদক্ষেপই নেওয়া হবে।