দুর্ঘটনার ক্ষতিপূরণের ফরম পৌঁছে দেবেন বিআরটিএ কর্মকর্তারা
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই বিআরটিএর কর্মকর্তারা যাবেন। সেখানে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেবেন।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান এ কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, দুর্ঘটনার পর এই ক্ষতিপূরণের জন্য এক মাসের মধ্যে আবেদন করার নিয়ম আছে, সেটি বাড়িয়ে দুই মাস করা হবে।
বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে টাকা বিতরণ করা হচ্ছে। খুব শিগগিরই নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবেন।
বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, আজকে যারা এই ক্ষতিপূরণের টাকা পাবেন—এটা তাদের জন্য অনুগ্রহ নয়, এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের অধিকার দেওয়ার জন্য বসে আছি।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএর যুগ্ম সচিব রুবাইয়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, বিআরটিএর রাজশাহী বিভাগের পরিচালক পার্কন চৌধুরী, জেলা বিআরটিএর সহকারী পরিচালক রাশেদুজ্জামন, মোটরযান পরিদর্শক শরীফুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি ও ‘নিরাপদ সড়ক চাই’-এর সভাপতি রায়হান আলম, জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু প্রমুখ।
অনুষ্ঠানে নিহত ১৮ জনের পরিবারের মধ্যে পাঁচ লাখ টাকা করে, গুরুতর আহত একজনের পরিবারকে তিন লাখ ও আহত সাতজনের পরিবারকে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকার চেক দেওয়া হয়।

আসাদুর রহমান জয়, নওগাঁ