ভারতকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া
ছয় উইকেটে ২০১ রান নিয়ে প্রথম সেশন শেষ করে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে তখন তাদের লিড ছিল ৩৭৪ রানের। মিচেল স্টার্ক ও অ্যালেক্স ক্যারি অবিচ্ছিন্ন ছিলেন ৩৪ রানের জুটি নিয়ে। ৪১ রান করে ক্যারি ও ১১ রান করে অপরাজিত ছিলেন স্টার্ক। লাঞ্চ থেকে ফিরে দ্বিতীয় সেশনের শুরুতেই হাত খুলে খেলতে শুরু করে অসিরা। নিজেদের ৩৪ রানের জুটিকে ৯৩ রান পর্যন্ত টেনে নিয়ে যান ক্যারি ও স্টার্ক।
দলীয় ২৬০ রানে তাদের জুটি ভাঙেন মোহাম্মদ শামি। ৪১ রানে খেলা স্টার্ক বিরাট কোহলির তালুবন্দি হন। ২৮০ রানের সময় অষ্টম ব্যাটার হিসেবে আউট হন অসি অধিনায়ক প্যাট কামিন্স। তাকেও ফেরান শামি। অন্যপ্রান্তে ৬৬ রানে অপরাজিত থাকেন ক্যারি। তবে, কামিন্সের আউটের পরই ইনিংস ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ১৪.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৯ রান তোলে অসিরা।
সবমিলিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৪.৩ ওভারে আট উইকেটে ২৭০ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। আর এতেই ৪৪৪ রানের বড় লক্ষ্য দিয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর শিরোপা নিতে রোহিত শর্মার দলকে টপকাতে হবে এই বিরাট লক্ষ্য।
এর আগে, প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৪৬৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ভারত গুটিয়ে যায় ২৯৬ রানে। অসিরা পায় ১৭৩ রানের লিড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। ক্রিজে আছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।