প্রথমার্ধে লেবাননের বিপক্ষে গোলহীন বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতকাল বুধবার (২১ জুন) থেকে ভারতে শুরু হয়েছে এবারের আসর। বাংলাদেশের মিশন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২২ জুন) থেকে। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে প্রথমার্ধ্বে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
আসরে লেবাননের এটি প্রথম অংশগ্রহণ। কিন্তু, তাদের খেলা দেখে বোঝার উপায় নেই সেটি। শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলেছে তারা। বরং, বাংলাদেশকেই মনে হয়েছে অসহায়। ম্যাচের ১৫ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে লেবাননের করিম দারবিশের নেওয়া শট অল্পের জন্য গোলবারের পাশ ঘেষে যায়।
প্রথমার্ধ্বে আরও বেশ কয়েকটি আক্রমণ শানিয়েছে লেবানিজরা। মাঝমাঠের পুরো দখল ছিল তাদের অধীনে। লেবাননের ৭৬ শতাংশ বল পজিশনের বিপরীতে বাংলাদেশের পায়ে বল ছিল ২৪ শতাংশ। লেবানন পাঁচটি আক্রমণ করেছে প্রধমার্ধে, বাংলাদেশ পেরেছে কেবল একবারই।
ফিফা র্যাঙ্কিংয়ে লেবাননের অবস্থান ৯৯, বাংলাদেশের ১৯২। মাঠের খেলায় ব্যবধানটা স্পষ্ট ফুটে উঠেছে, অন্তত প্রথমার্ধে। তবে বাংলাদেশ যে প্রথমার্ধে জাল বাঁচাতে পেরেছে সেটাও কম নয়।