সাফ অনূর্ধ্ব-১৭ ড্র
ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশ যাদের পেল

ঢাকায় চলছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। এর মধ্যে আজ রোববার (২০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ড্র। আগামী ১৫-২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় বসবে এই আসর। টুর্নামেন্টে অংশ নেবে সাফের ৭টি দলই।
একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। চির বৈরি দুই দেশের সাম্প্রতিক সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে খারাপ। অবস্থা এমন, কেউ কারও সঙ্গে কোনো ইভেন্টেই অংশ নিতে চায় না। সেখানে সাফে সোজা এক গ্রুপে। ‘বি’ গ্রুপে ভারত-পকিস্তানের সঙ্গে আছে ভুটান ও মালদ্বীপ।
বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। তুলনামূলক সহজ গ্রুপ বলা যায় এটিকে।
সাত দলের আসরে সেমিফাইনালে উঠবে দুই গ্রুপের শীর্ষ দুই দল। টুর্নামেন্টকে সামনে রেখে দ্রুত অনুশীলন শুরু করবে বাংলাদেশ।