অভিষেকের এক ইনিংসেই অনেক রেকর্ড জাইসওয়ালের
ভারতের ক্রিকেটে যশস্বী জাইসওয়ালের অভিষেকটা যেন বনের চেয়ে সুন্দর হলো। অভিষেকে এতকিছু অর্জন করবেন, তিনি নিজেও ভাবতে পেরেছিলেন কী! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) রথম ইনিংসে দুই উইকেটে ৩১২ রানে দিন শেষ করেছে ভারত। এর মধ্যেই লিড ১৬২ রানের।
১৪৩ রানে অপরাজিত আছেন জাইসওয়াল। তাকে সঙ্গ দিচ্ছেন ৩৬ রান করা বিরাট কোহলি। ১৪৩ রানের অপরাজিত ইনিংসটি খেলার পথে বেশ কয়েকটি রেকর্ডে নাম লেখালেন ২১ বছর বয়সী এই তরুণ। পেছনে ফেলেছেন নিজ দেশের সাবেক কিংবদন্তিদের।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে এসেছে ২২৯ রান। এশিয়ার বাইরে যা টেস্টে ভারতের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। ভেঙেছেন ৪৪ বছর আগে করা সুনিল গাভাস্কার ও চেতন চৌহান জুটির ২১৩ রানের রেকর্ড।
শুধু তা-ই নয়, ব্যক্তিগত অর্জনেও কিংবদন্তিদের ছাপিয়ে গেছেন বাঁহাতি ব্যাটার জাইসওয়াল। ১৯৯৬ সালে লর্ডসে নিজের অভিষেক টেস্টে ১৩১ রান করেন সৌরভ গাঙ্গুলি। তাকে ইতোমধ্যে ছাপিয়ে গেছেন ভারতের তরুণ তুর্কী।
১৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে দ্বিতীয় দিন পুরোটাই ডমিনিকার ক্রিজ আঁকড়ে ছিলেন জাইসওয়াল। খেলেছেন ৩৫০ বল। এটিও অভিষেক টেস্টে কোনো ভারতীয় ব্যাটারের খেলা সর্বোচ্চ বল। এতদিন যা ছিল আজহারউদ্দীনের দখলে। ১৯৮৪ সালে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩১২ বলে ১১০ রান করেছিলেন আজহার।
তৃতীয় দিনে নতুন আর কোন অর্জন নিজের করে নেন জাইসওয়াল, ম্যাচ ছাপিয়ে এখন আলোচনায় সেটিই।