চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন তামিম
চিকিৎসা নিতে গত সপ্তাহে লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসা নিয়ে আজ সোমবার (৩১ জুলাই) দেশে ফিরলেন তিনি।
দীর্ঘদিন ধরেই তামিম ভুগছেন কোমরের চোটে। কোমরের চিকিৎসা করাতে লন্ডনে যান তিনি। তার সঙ্গে ছিলেন বাংলাদশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
লন্ডনে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের তত্ত্বাবধানে ছিলেন দেশসেরা ওপেনার। গত ২৫ জুলাই সার্বিক অবস্থা জানতে এমআরআই করানো হয় তামিমের। ২৭ জুলাই তার পিঠের নিচের অংশে ইনজেকশন দেওয়া হয়। এরপর টানা দুদিন রাখা নিবিড় পর্যবেক্ষণে। পরবর্তীতে আরও একটি ইনজেকশন দেওয়া হয় তাকে।
দেশে ফিরলেও এখনই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন না তামিম। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে, তামিমকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছেন টনি হ্যামন্ড।
এ দুই সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহে পুরোপুরি বিশ্রামে থাকবেন তামিম। দ্বিতীয় সপ্তাহে টনি হ্যামন্ডের নির্দেশনা অনুযায়ী হালকা অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ করবেন তামিম। বিসিবির চিকিৎসক ও ফিজিওরা তাকে সার্বিক তত্ত্বাবধানে রাখবে।
কোমরের ব্যথা নিয়ে গত কয়েক বছর ধরেই খেলে চলেছেন দেশসেরা ওপেনার তামিম। সর্বশেষ দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলেননি চোটের কারণে। অনুশীলনেও তাকে বেশ ভুগতে দেখা গেছে। বিশ্বকাপের আগে তাই দ্বারস্থ হলেন বিশেষজ্ঞ চিকিৎসকের।