কী নিয়ে কথা হলো হঠাৎ ডাকা বিসিবির বৈঠকে?
হঠাৎ করেই আজ মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জানা যায় বৈঠকে বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আগে থেকে কোনোরূপ আভাস ছিল না। জানানো হয়নি গণমাধ্যমকেও। ধানমন্ডিতে বেক্সিমকোর কার্যালয়ে পাপনের বৈঠকে ছিলেন তিন নির্বাচক, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ম্যানেজার নাফিস ইকবাল।
মিটিং শেষে সন্ধ্যার দিকে বের হয়ে আসেন তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। তিনজনই যেন মুখে কুলুপ আঁটলেন। কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। খানিক বাদে বের হয়ে আসা জালাল ইউনুসও সচেতনভাবে এড়িয়ে গেলেন সাংবাদিকদের। যেন ওপর থেকে কথা বলায় বারণ।
সবার শেষে বেরিয়ে এলেন বিসিবি সভাপতি। কাঙ্খিত ব্যক্তির দেখা মিললেও তার কাছ থেকে শোনা যায়নি বেশি কিছু। ধারণা করা হচ্ছিল, আলোচনা হয়েছে এশিয়া কাপের দল ও তামিম ইকবালের অধিনায়কত্ব নিয়ে। তবে, সেসব একদম নাকচ করে দিলেন পাপন। গাড়িতে বসেই বললেন দুয়েকটি কথা।
মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে পাপন বলেন, ‘কোনো আলোচনাই হয়নি। ইমার্জিং টিম আর বাংলা টাইগারের কী অবস্থা সেসব নিয়ে কথা হয়েছে। এতটুকুই। এখানে ওরকম (এশিয়া কাপের দল, তামিমের অধিনায়কত্ব) কোনো আলোচনা হয় নাই।’
যে দুটো বিষয়ে বললেন পাপন, সেসবের জন্য এভাবে হঠাৎ বৈঠক ডাকার আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা তা এক বড় প্রশ্ন। তারচেয়ে বড় প্রশ্ন, একযোগে সবাই কেন এড়িয়ে গেছে গণমাধ্যমকে? বড় রকমের কিছু একটার ইঙ্গিতই হয়তো দিয়ে গেল আজকের এই মিটিং। যা জানা যাবে শিগগিরই।