মাহমুদউল্লাহকে নিয়ে যা ভাবছে বিসিবি
চলতি বছর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রামের নামে বাদ দেওয়া হয়েছিল মাহমুদউল্লাহকে। সেই থেকে টানা বিশ্রামের নামে বাদের তালিকায় আছেন এই তারকা ক্রিকেটার। এশিয়া কাপকে সামনে রেখে শেরেবাংলা স্টেডিয়ামে চলা বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্পে রাখা হলেও শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকে রাখা হয়নি এশিয়া কাপের মূল দলে।
তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু বলেন, ‘প্রয়োজন হলে মাহমুদউল্লাহকে নিয়ে ভাববে টিম ম্যানেজমেন্ট।’ আজ শুক্রবার (১৮ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটিই জানালেন তিনি।
এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল সাত-আটজন ক্রিকেটারকে নিয়ে একটি আলাদা ক্যাম্প করা হবে খুব শীঘ্রই। এশিয়া কাপের দল থেকে বাদ পড়া কয়েকজন খেলোয়াড় ও নতুনদের মিলিয়ে হবে সেই ক্যাম্প। মূলত আসন্ন ওয়ানডে বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসেবে তাদের প্রস্তুত করা হবে। সেখানে মাহমুদউল্লাহকেও রাখা হতে পারে।
গণমাধ্যমকে টিটু বলেন, ‘যদি বিশ্বকাপে টিম ম্যানেজমেন্ট মনে করে কোনো খেলোয়াড় চোটে পড়তে পারে এবং তার একজন ব্যাকআপ খেলোয়াড় দরকার, তার জায়গায় স্থলাভিষিক্ত হতে আর সেখানে মাহমুদউল্লাহকে দরকার তখন হয়তো অবশ্যই রাখবে।’
মাহমুদউল্লাহকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি না তার ভক্ত-অনুসারীরা। তাকে বাদ দেওয়ার প্রতিবাদে গত ১৬ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তার ভক্তরা। ঝুম বৃষ্টি মাথায় নিয়েও আন্দোলন চালিয়ে যায় তারা। তাদের দাবি একটাই, প্রিয় তারকাকে আবারও জাতীয় দলে দেখতে চান তারা।