ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?

ভারতের প্রবল আপত্তিতে এবারের এশিয়া কাপ এককভাবে আয়োজন করতে পারেনি পাকিস্তান। হাইব্রিড মডেলে সহ-আয়োজক করা হয়েছে শ্রীলঙ্কাকে। যে সময়টাতে এশিয়া কাপ চলছে, সেপ্টেম্বরের এই সময়ে শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।
বাংলাদেশ- শ্রীলঙ্কা ম্যাচেও গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাগড়া দিয়েছিল বৃষ্টি। সামান্য পরিমাণে হওয়াতে সেটি ম্যাচে প্রভাব ফেলেনি। কিন্তু, লঙ্কান আবহাওয়া অধিদপ্তর বলছে ভারত-পাকিস্তান ম্যাচে হতে পারে ভারী বৃষ্টিপাত।
আগামীকাল শনিবার (২ সেপ্টেম্বর) এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ম্যাচকে ঘিরে ভক্তদের উন্মাদনার কমতি নেই। এটি কেবলই ম্যাচ নয়। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহারণকে ঘিরে দুই দলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ছক কষছে প্রতিপক্ষবধের।
তবে, লঙ্কান আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কাল ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ। ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ক্যান্ডি শহরের তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, ক্যান্ডিতে কাল বৃষ্টি হতে পারে প্রায় চার ঘণ্টার মতো।
যে ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বের আগ্রহ তুঙ্গে, সবার চোখ যখন মাঠে তখন এমন খবর দুঃসংবাদ বটে। অবশ্য, ভারত-পাকিস্তানের ম্যাচ বলে কথা। শত বাধা থাকলেও যতটুকু সম্ভাবনা আছে খেলা হওয়ার, ততটুকুতেই রোমাঞ্চের সবটুকু স্বাদ নিতে প্রস্তুত সবাই।