বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন তামিম ইকবালের
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ কতদূর যাবে? এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্নকে অলীক কল্পনার সঙ্গে তুলনা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর এমন বক্তব্যে বিস্মিত ওপেনার তামিম ইকবাল। অধিনায়ক না থাকলেও এখনও বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন তামিমের মনে।
তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব নিয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলেছিলেন গণমাধ্যমে। তার অধীনেই ধারাবাহিকতা দেখিয়ে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে টিম টাইগার্স। যদিও নাটকীয় কিছু ঘটনার রেশে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন টাইগার ওপেনার। তবে তার স্বপ্নের ঠিকানা আছে আগের জায়গাতেই।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে বিশ্বকাপ প্রসঙ্গ নিয়ে কথা বলেন তামিম ইকবাল। এসময় বিশ্বকাপকে ঘিরে নিজের স্বপ্নের কথা জানান এই ড্যাশিং ওপেনার।
বিশ্বকাপ প্রসঙ্গে তামিম বলেন, ‘কিছু মন্তব্য আমাকে বিস্মিত করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আগে আমরা কখনো কোয়ার্টার ফাইনালও খেলিনি। আমরা তো যুব বিশ্বকাপ জিতেছি। আমি বলছি স্বপ্ন, বলছি না গ্যারান্টি যে বিশ্বকাপ জিতব।’
এদিকে, প্রায় দুইমাস পর দলে ফিরে দারুণ এক ইনিংস খেলেছেন তামিম। দলকে জেতাতে না পারলেও ৫৮ বলে করেন ৪৪ রান। চোট থেকে ফিরে এমন ইনিংস তামিমের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।