সব বাধা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বাস মাশরাফীর
বিশ্বকাপ এলেই বাংলাদেশের ক্রিকেটে যেন বিতর্ক ভর করে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা এবং সেখানে তামিম ইকবালের না থাকা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত হওয়া সবগুলো বিশ্বকাপেই দলে ছিলেন দেশসেরা ওপেনার তামিম। কিন্তু, এবারের না থাকাটা জন্ম দিয়েছে বিতর্কের। যে বিতর্কের রেশ থামছে না কিছুতেই।
এ প্রসঙ্গে বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজেদের বক্তব্য জানিয়েছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিমের দলে না থাকার সঙ্গে জড়িয়ে গেছে সাকিবের নাম। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে কথা বলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে তামিমের দলে না থাকা, সাকিবের ভূমিকা এসবের পাশাপাশি মাশরাফী বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে তার প্রত্যাশার কথাও জানান। যা হয়ে গেছে তা পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বকাপে ভালো খেলবে বলে বিশ্বাস করেন তিনি।
মাশরাফী বলেন, ‘বাংলাদেশের সতেরো কোটি মানুষ বিশ্বকাপ এলে খেলা দেখে। সাকিব-তামিমকে একসঙ্গে দেখতে চেয়েছিল সবাই। তামিমকে হয়তো এখন দলে আনা সম্ভব না, কিন্তু সাকিব আছে। আমি এখনও আশা করছি, বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো করবে। বিশেষত, সাকিব যে মাপের খেলোয়াড় তার হাতে একটা বড় শিরোপা দেখতে চায় সবাই। আমি স্বপ্ন দেখি দলের সবাইকে নিয়ে সাকিব ইতিবাচকভাবে এগিয়ে যাবে। বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবে।‘