ওয়ার্নারের ওপর ক্ষোভের কারণ জানালেন জনসন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে ইতি টানছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তার বিদায়ী ম্যাচ নিয়ে সমালোচনা করেন সাবেক পেসার মিচেল জনসন। পরবর্তীতে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন জনসন।
হুট করে ওয়ার্নারকে নিয়ে জনসনের এমন মন্তব্যের কারণ কি? অবশেষে নিজস্ব পডকাস্ট দ্য মিচেল জনসন ক্রিকেট শোতে কথা বলেন সাবেক এ ক্রিকেটার। এ সময় তিনি জানান, চলতি বছরের এপ্রিলে ওয়ার্নারের কাছ থেকে একটি টেক্সট বার্তা পেয়েছিলেন।
জনসন বলেন, ‘ওয়ার্নার আমাকে একটি বার্তা পাঠিয়েছিলেন, যা খুবই ব্যক্তিগত ছিল। পরে তাকে ফোন করে কথা বলার চেষ্টা করি। আমি সবসময় যা করি তা হল যে কোনও সমস্যা থাকলে তা পরিষ্কার করা উচিত। যখন আমি খেলা বন্ধ করে দিয়েছি, আমি জানি আমি সবসময়ই একজন মানুষ। আমি তাকে বলেছিলাম যে আমি যদি মিডিয়ায় থাকি এবং আপনার সম্পর্কে খারাপ কিছু লিখি বা বলি যা আপনি পছন্দ করেন না, তাহলে আপনি এসে আমার সঙ্গে কথা বলতে পারেন।’
জনসন আরও বলেন, ‘ব্যাপারটা আর কোনোভাবেই ব্যক্তিগত বিষয় ছিল না। সম্ভবত এটিই আমাকে কলাম লিখতে প্ররোচিত করেছিল। অবশ্যই এটা বড় একটা কারণ ছিল। আমি মনে করি এটা ডেভের ওপর নির্ভর করে, যদি তিনি এটা নিয়ে কথা বলতে চান। বার্তাটিতে সেখানে এমন কিছু বিষয় ছিল, যা অত্যন্ত হতাশাজনক। সত্যি বলতে তিনি বার্তাটিতে যা বলেছিলেন, তা খুবই খারাপ।’
২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে অভিযুক্ত হয়েছিলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। যা স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নামে পরিচিত। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। এমন কেলেঙ্কারিতে যুক্ত থাকার পরও কেন ওয়ার্নারকে নায়কের বেশে বিদায় দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন জনসন।