ক্রিকেটে অলরাউন্ডার কম আসার কারণ জানালেন ক্যালিস
সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ধরা হয় জ্যাক ক্যালিসকে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই ক্রিকেটার তর্কসাপেক্ষে অনেকের কাছে সর্বকালের সেরা অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান, ছয়শর কাছাকাছি উইকেট তার ঝুলিতে। তার সময়ের ক্রিকেটে অলরাউন্ডারদের ছিল আলাদা কদর। ধীরে ধীরে যা কমে আসছে। আধুনিক ক্রিকেটে পিওর অলরাউন্ডারের পরিমাণ কতটা কম, সেটি বোঝা যায় আইসিসি র্যাঙ্কিং দেখলেই। সাকিব আল হাসান ছাড়া সেরা দশে অন্য নামগুলোকে সেভাবে পিওর অলরাউন্ডারের তালিকায় রাখা যায় না।
কিন্তু, কেন এমন হচ্ছে? এই প্রশ্নেরই উত্তর দিলেন ক্যালিস। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় গতকাল বুধবার (৬ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ক্যালিস জানান, অলরাউন্ডার কমে আসার কারণ। তিনি জানান, এই পজিশনের খেলোয়াড় কমে যাওয়ার পেছনে দায়ী আধুনিক ক্রিকেট ব্যবস্থা।
ক্যালিস বলেন, ‘এখনকার সময়ে অলরাউন্ডার কমে যাওয়ার অন্যতম কারণ, অতিরিক্ত ক্রিকেট। আগের চেয়ে অনেক বেশি খেলা হয় এখন। একজন অলরাউন্ডারকে হতে হয় মানসিকভাবে ভীষণ দৃঢ়। দেখা গেল ব্যাট হাতে শতরানের একটি ইনিংস উপহার দিলেন তিনি। পরক্ষণেই দলের বোলিংয়ে তাকে সবার আগে প্রয়োজন। আবার বল হাতে লম্বা স্পেলের পর ব্যাটিংয়ে তাকে দরকার। কিন্তু, দীর্ঘ ক্রিকেটের ক্লান্তি ভর করে তাদের। যা তাদের আগের চেয়ে কম গতিশীল করেছে।’
ক্যালিস আরও যোগ করেন, ‘আইপিএল, বিগব্যাশের মতো টুর্নামেন্টে এখন যোগ হয়েছে সুপার সাব ও ইমপ্যাক্ট প্লেয়ার পদ্ধতি। এই পদ্ধতিটি আমার খুব একটা পছন্দ নয়। এতে ম্যাচের মাঝপথেই দ্বাদশ খেলোয়াড় নামাতে পারে দলগুলো। এটিও প্রভাব ফেলেছে। কারণ, দলে এখন বাড়তি অলরাউন্ডারের প্রয়োজন হয় না। দলগুলো ম্যাচের পরিস্থিতি বুঝে একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলাতে পারে। ফলে, পিওর অলরাউন্ডারের কদর কমছে।’