‘ভোগে’ মেসির জার্সি
লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বদলেছে অনেক কিছুই। সেখানকার ফুটবল সংস্কৃতিতে এসেছে বিশাল পরিবর্তন। মেজর লিগ সকারের (এমএলএস) তলানির দিকে থাকা ক্লাব ইন্টার মায়ামি মেসির ছোঁয়া পেয়ে জেগে উঠেছে। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর তার জার্সি সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এমনকি, জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস হিমশিম খেয়েছে ক্রেতার চাহিদা মেটাতে।
২০২৩ সালে ফ্যাশন দুনিয়ায় সাড়া জাগানো সেরা ১৫টি পোশাকের তালিকা করেছে বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ। সেখানে মায়ামিতে পরা মেসির ১০ নম্বর গোলাপি জার্সিটিকে রেখেছে তারা।
গোল ডটকমে প্রকাশিত আজ বৃস্পতিবারের (৭ ডিসেম্বর) একটি প্রতিবেদনে বলা হয়, ভোগের তালিকায় এসেছে মেসির ১০ নম্বর জার্সি। এটিকে আইকনিক হিসেবে আখ্যা দিয়েছে বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিনটি।
আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভোগ জানিয়েছে, মেসি মায়ামিতে আসার ঘোষণা দেওয়ার পরপরই যেভাবে তার জার্সির জন্য হুমড়ি খেয়েছে ভক্তরা, তা অবিশ্বাস্য। মাত্র পাঁচ মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজার ও অ্যাডিডাসের কারখানায় এটি আলোড়ন সৃষ্টি করেছে।
ফুটবলে মেসির সময়টাও কাটছে স্বপ্নের মতো। জাতীয় দল থেকে শুরু করে ক্লাব ফুটবল সবখানেই তার জয়গান। নতুন ক্লাবে পা রাখার কিছুদিনের মধ্যেই মায়ামিকে প্রথম শিরোপা উপহার দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। জিতেছেন রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর শিরোপা।