শুরু হচ্ছে বাফুফে অ্যাকাডেমি চ্যাম্পিয়নশিপ
দীর্ঘদিন পর দেশের ফুটবল জাগরণ ঘটেছে। হতাশার কালো মেঘ সরিয়ে উঁকি দিচ্ছে সূর্যের আভা। পুরুষ ও নারী জাতীয় দল আছে ধারাবাহিক ছন্দে। এমন সময়ে তৃণমূল ফুটবলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের ভবনে গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় বাফুফে অ্যাকাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর ড্র।
বাফুফের ব্যবস্থাপনায় প্রথমবারের মত সারা দেশে বাফুফে স্টার প্রাপ্ত অ্যাকাডেমির অংশগ্রহণে 'বাফুফে অ্যাকাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪’ আয়োজিত হবে। যেখানে অংশ নেবে দেশব্যাপী ১৭০টি অ্যাকাডেমি দল।
বাফুফে জানায়, অ্যাকাডেমি সনদপ্রাপ্ত ১৭০টি দল নিয়ে ২৪টি জোনে আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। ২৪ জোনের চ্যাম্পিয়ন দল নিয়ে ১২টি ভেন্যুতে জোনাল ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রত্যেক জোনের চ্যাম্পিয়ন দল নিয়ে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা। অ্যাকাডেমি পর্যায়ের টুর্নামেন্ট হওয়ায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়সসীমাও বেঁধে দিয়েছে বাফুফে।
সভায় বাফুফে জানায়, চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স অনূর্ধ্ব-১৪ হতে হবে। যেসব খেলোয়াড় অংশ নিবে তাদের জন্ম ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১০ এর মধ্যে হতে হবে।
তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার বড় একটি প্ল্যাটফর্ম হতে চলেছে এই টুর্নামেন্ট। দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য যা ভীষণ প্রয়োজন।