চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সুইজারল্যান্ডের নিওনে ড্র এর মধ্য দিয়ে নির্ধারিত হয়ে গেছে ২০২৩-২৪ মৌসুমে শেষ ষোলোর প্রতিপক্ষ। সবার আগে নিশ্চিত হয় পোর্তো-আর্সেনালের লড়াই। এরপর একে একে বাকি ১৪ দলের মধ্যে প্রতিপক্ষ নির্ধারণ হয়।
ড্র তে ম্যানচেস্টার সিটি, পিএসজি সহজ প্রতিপক্ষ পেয়েছে। সেই তুলনায় অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনার প্রতিপক্ষ কিছুটা কঠিন। টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের সামনেও খুব বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে না।
পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। প্যারিস সেন্ট জার্মেইর লড়াই হবে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড যথাক্রমে লড়বে লাৎসিও ও পিএসভি আইন্দহোভেনের সঙ্গে। ইন্টার মিলানের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।
অন্যদিকে গেল আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনের মুখোমুখি হবে। আর চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সমৃদ্ধ দল রিয়াল মাদ্রিদ খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে।
উল্লেখ্য, দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ হবে ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে এবং মার্চের ৫, ৬, ১২, ১৩ তারিখে দ্বিতীয় লেগ।