অধিনায়ক শান্তর প্রশংসায় পঞ্চমুখ হাথুরুসিংহে
ঘরের মাঠে অধিনায়কত্বের অভিষেকেই ইতিহাস লিখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনে সাদা পোশাকের রঙিন ইতিহাস ছুঁয়েছে বাংলাদেশ। সিলেটের অনিন্দ্য সুন্দর স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের গল্প লিখেছেন শান্ত। দেশের পর বিদেশের মাটিতেও নেতৃত্বে ঝলমলে শান্ত। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এতদিন জয়হীন থাকা বাংলাদেশের সেই আক্ষেপও মেটালেন তিনি। দারুণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডের মাটিতে উপহার দিলেন ৯ উইকেটের বিশাল জয়।
সাফল্যের গল্প লেখা শান্তর প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে শান্তর নেতৃত্ব নিয়ে কথা বলতে ভুললেন না বাংলাদেশ কোচ।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিউজিল্যান্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ বলেছেন, ‘অনেক ইতিবাচকতা আছে তার(নাজমুল হোসেন শান্ত) অধিনায়কত্বে। যেভাবে সে দলকে নেতৃত্ব দিচ্ছে তা নিয়ে আমি খুব খুশি। সবার সাথে যেভাবে সম্পর্ক গড়ে তুলেছে, যেভাবে সামলাচ্ছে এটা দারুণ। শেষ ম্যাচে সত্যিকার অর্থে সে যেভাবে সামলেছে তা খুব ভালো দিক ছিল। দলের প্রয়োজনে এমন কন্ডিশনে সে বোলিং করেছে। এগুলো আসলে অনেক ইতিবাচক দিক।’
এর আগে সিলেটে টেস্টে জয়ের ইতিহাস গড়ার পরও শান্তকে নিয়ে প্রশংসা করেছেন কোচ। তখন বলেছিলেন, ‘‘ক্যাপ্টেন্সি ও লিডারশিপ আলাদা জিনিস। ক্যাপ্টেন্সি দারুণ ছিল। টেকটিক্যালি নিজের সেরা অবস্থানে ছিল। ইম্প্রেসিং ফিল্ড প্লেসিং। কখনও ভিন্ন কিছু চেষ্টা করেও ভীষণ কার্যকর হয়েছে। লিডারশিপ ছিল দুর্দান্ত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয় সামনে তার লম্বা সময় আছে। তার লিডারশিপ ও ক্যাপ্টেন্সি দেখে বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারে। সঠিক সিদ্ধান্তটা বোর্ডই নেবে। (তাকে নিয়মিত দেখতে চাও?) অবশ্যই।’