ব্রাজিল নয়, রিয়াল মাদ্রিদেই থাকছেন আনচেলত্তি
বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। ধারণা করা হচ্ছিল, তার পরবর্তী গন্তব হতে পারে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও এই ইতালিয়ান কোচকে পেতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের মন ভেঙে রিয়াল মাদ্রিদেই থেকে যাচ্ছেন আনচেলত্তি।
স্পেনের ক্লাবটির সঙ্গে নিজের চুক্তি নবায়ন করতে যাচ্ছেন আনচেলত্তি। আজ শুক্রবার এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে—২০২৬ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতেই থাকছেন এই ইতালিয়ান কোচ।
এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।’
আনচেলত্তিকে পাওয়ার জন্য গেল কয়েক মাস ধরেই চেষ্টা করছিল ব্রাজিল। এমনকি তারা এখনও প্রধান কোচ নিয়োগ দেয়নি। অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে সামলাচ্ছিলেন সব। আশা করছিলেন আনচেলত্তিকে ফেরাতে পারবেন। কিন্তু সেই আশা আর পূরণ হলে না।
প্রথম মেয়াদে ২০১৩-২০১৫ পর্যন্ত সময়ে রিয়ালের কোচ হিসাবে ছিলেন আনচেলত্তি। দ্বিতীয় মেয়াদে ফের যোগ দেন ২০২১ সালে। এবারও ফের সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন এই ইতালিয়ান কোচ।