জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলতে সৌদির বা ব্রাজিলের ক্লাবগুলো ইউরোপিয়ানদের চমকে দিয়েছিল আগেরদিন। তবে রিয়ালের প্রতিপক্ষ ছিল ইউরোপিয়ান ক্লাব জুভেন্টাস। শাবি আলোনসোর শিষ্যরাও ঘটতে দেননি কোন অঘটন। পাঁচবারের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা দাপট দেখিয়েই শেষ আট নিশ্চিত করেছে।
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে গতকাল (১ জুলাই) রাতে শেষ ষোলর ম্যাচে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি এসেছে স্প্যানিশ তরুণ গঞ্জালো গার্সিয়ার হেড থেকে। চলতি আসরে এই স্প্যানিশ ফরোয়ার্ড রিয়ালের হয়ে ৩টি ম্যাচে গোল ও একটিতে গোলে সহায়তা করেছেন।
এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। জ্বরের কারণে আগের ম্যাচগুলোতে খেলতে পারেননি তিনি।
পুরো খেলাজুড়েই ছিল রিয়ালের আধিপত্য। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে বলের দখল থেকে শুরু করে আক্রমণ সবকিছুতেই এগিয়ে ছিল স্প্যানিশ জায়ান্টরা। তাদের ২২টি শটের ১১টিই ছিল লক্ষ্যে, তবে বল জালে জড়িয়েছে কেবল গার্সিয়ার হেড থেকেই। অন্যদিকে ৬ শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পারে জুভেন্টাস।
ম্যাচে এগিয়ে যাওয়ার প্রথম সহজ সুযোগটি পেয়েছিল জুভেন্টাসই। ৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সতীর্থ ইলডিজের থ্রু পাস ধরে আন্টোনিও রুডিগারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে যান কোলো মুয়ানি। সেখানে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে শট নেয় এই ফরাসি স্ট্রাইকার।
২৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে রিয়াল মাদ্রিদ। ভালভার্দের ক্রসে ছোট বক্সের ভেতর থেকে শটও নেয় বেলিংহাম, গোলরক্ষকের গায়ে লেগে বল বেরিয়ে গেলেও গোললাইনের একটু ওপর থেকে তা ফিরিয়ে দেয় সেন্টার ব্যাক দানিয়েল রুগানি।
আক্রমণের পর আক্রমণ করে যাওয়া রিয়াল মাদ্রিদের একমাত্র গোল আসে দ্বিতীয়ার্ধে। ৫৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রসে অনেকটা লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান গার্সিয়া। মাদ্রিদ এগিয়ে যায় ১-০ গোলে।
ম্যাচের ৬৮তম মিনিটে গোলস্কোরার গার্সিয়াকে তুলে এমবাপ্পেকে নামান রিয়াল কোচ শাবি আলানসো। ক্লাব বিশ্বকাপের এবারের আসরে প্রথম ম্যাচে মাঠে নামলেন তিনি। কিন্তু গোলের দেখা পাননি।
দ্বিতয়ার্ধে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়েই শেষ আট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।