পাকিস্তানের হেড কোচ হওয়ার দৌড়ে ওয়াটসন
মোহাম্মদ হাফিজকে ক্রিকেট ডিরেক্টরের পদ থেকে বিদায় দেওয়ার পর পাকিস্তান জাতীয় দলের হেড কোচ বা ডিরেক্টরের পদ ফাঁকা পড়ে আছে। এবার সেই চেয়ারে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে দেখা যেতে পারে বলে দাবি পাকিস্তানের একাধিক গণমাধ্যমের।
অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার দেশের হয়ে ২০০৭ আর ২০১৫ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। তার শোকেসে আছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিও। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ওয়াটসন কোচ হিসেবেও বেশ সফল।
পাকিস্তান সুপার লিগে কোচিং করিয়েও বেশ সুনাম কুড়িয়েছেন। ৪২ বছর বয়সী সাবেক এই অসি অলরাউন্ডার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেছেন। চলতি মৌসুমে কোয়েটা তাকে হেড কোচ বানিয়েছে।
দেশসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়াটসনের সাফল্য দেখে এবার তাকে জাতীয় দলে চায় পিসিবি। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই তার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হবেন ওয়াটসন।
এপ্রিলে হতে যাওয়া নিউজিল্যান্ডের সিরিজের আগেই কোচ নিয়োগ দিতে মরিয়া পিসিবি। যেখানে ভাবনায় আনা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। কারণ চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেখানে দল হিসেবে ভালো করানোর বড় চ্যালেঞ্জ থাকবে নতুন কোচিং স্টাফদের।