পাকিস্তানের হয়ে খেলতে চেয়ে ৫ বছর নিষিদ্ধ উসমান
জন্ম পাকিস্তানে হলেও ২৮ বছর বয়সী উসমান খান সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছিলেন। সেই আমিরাতের ক্রিকেট বোর্ড (ইসিবি) উসমানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
সম্প্রতি পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন এই ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্পেও ডাকা হয় তাকে। এরপরই তদন্ত শুরু করে ইসিবি। তদন্ত শেষে গতকাল শুক্রবার (৫ এপ্রিল) ইসিবি বিবৃতি দিয়ে জানায়, ২৮ বছর বয়সী এই ক্রিকেটার বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন। যা প্রমাণিত হওয়ার পরই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।’
জানা গেছে, পিএসএল শেষে উসমানের কাছে পিসিবি জানতে চেয়েছিল, তিনি এখন পাকিস্তানের হয়ে খেলতে চান কি না, এই প্রশ্নে ইতিবাচক উত্তর দিয়েছেন উসমান। এরপর তাকে নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিটনেস ক্যাম্পে ডাকে পিসিবি।
উসমান চলতি বছরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এই নিষেধাজ্ঞার ফলে তিনি আগামী পাঁচ বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। খেলতে পারবেন না আমিরাতের টি–টেন লিগেও।