খেলা চলাকালীন মাঠেই ইফতার করলেন আফগান ক্রিকেটাররা
রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। এই মাসটা সিয়াম সাধনার মধ্য দিয়ে কাটান সারা বিশ্বের মুসলমানরা। খেলোয়াড়রাও এর ব্যতিক্রম নয়। মুসলমান ক্রিকেটারদের রোজা রেখে খেলার নজির কম নয়। এবার রোজা রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল আফগানিস্তান।
গতকাল মঙ্গলবার (১২ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালীন মাঠে বসেই ইফতার করেছেন দুই আফগান ব্যাটার মোহাম্মদ নবী ও হাসমতউল্লাহ শহিদী, বাকিরা ড্রেসিংরুমে। তাদের ইফতারের সেই মুহূর্তের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন ড্রেসিংরুমে বসে নামাজও আদায় করেছেন আফগান ক্রিকেটাররা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এদিন আইরিশদের ১১৭ রানে হারিয়েছে আফগানিস্তান। শুরুতে ব্যাট করে আয়ারল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। জবাবে ব্যাটিং করতে নেমে ১১৯ রানে অলআউট হয় আইরিশরা। যার ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আফগানরা।
এদিকে, আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে বেলা আড়াইটায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচকে সামনে রেখে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে প্রথম রোজায় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজম্যান্ট সকলকে ইফতার করিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বিষয়টি দল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।