আইপিএলকে সার্কাসের মতো লাগে স্টার্কের
কদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সার্কাসের সঙ্গে তুলনা করে তুমুল সমালোচনার জন্ম দেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার সেই তালিকায় যোগ হলো অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্কের নাম। তবে, তিনি বিপিএল নয় আইপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন।
এ বারের আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে মিচেল স্টার্ককে ডেরায় ভিড়িয়েছে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার তারকা পেসারকে ঘিরে ফের আইপিএল জয়ের স্বপ্ন দেখছে কেকেআর। ২০১৫ সালের পর আবার আইপিএলে খেলতে দেখা যাবে এই অজি পেসারকে।
আইপিএল খেলতে ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে স্টার্ক বলেন, ‘আইপিএলে এমন কয়েক জন ক্রিকেটারের সঙ্গে খেলব যাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। আমি খুবই উত্তেজিত। আমার কাছে এটা নতুন একটা চ্যালেঞ্জের মতো। খুব মজা হবে। দেশের সেরা টি-টোয়েন্টি লিগ কিছুটা সার্কাসের মতো। আমি সেখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’
এর আগে আইপিএল খেলার থেকে দেশের হয়ে শততম টেস্ট ম্যাচ খেলা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। স্টার্কের এমন মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই স্টার্কই ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনায়। এখন দেখার বিষয় এমন মন্তব্যের ফলশ্রুতিতে স্টার্কের বিপক্ষে কোনো ব্যবস্থা নেয় কি না আইপিএল কর্তৃপক্ষ।