আইপিএলে নিজ শহরেই দুয়ো শুনলেন পান্ডিয়া
আইপিএলের অন্যতম সফল অধিনায়ক কে, এমন প্রশ্নে ওপরের দিকেই থাকবে রোহিত শর্মার নাম। কিন্তু, কোন এক অজানা কারণে সেই রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তার পরিবর্তে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। যা মেনে নিতে পারছেন না সমর্থকরা। চলতি আসরের প্রথম ম্যাচেই দুয়ো শুনতে হলো ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে।
গুজরাত থেকে পান্ডিয়ার মুম্বাই যাওয়ায় অনেকেই খুশি হননি। পাশাপাশি, রোহিতকে অধিনায়ক হিসাবে সরানোতেও তারা ক্ষিপ্ত। কারণ বেশিরভাগ সমর্থকই ব্যক্তিগতভাবে রোহিতকে পছন্দ করেন। তাই রোহিতের প্রতি মুম্বাই যে আচরণ করেছে তা মেনে নিতে পারেননি তারা। টসের সময় হার্দিক মাঠে পা রাখতেই ‘রোহিত, রোহিত’ চিৎকারে মুখরিত হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। কেউ কেউ আবার ভাইরাল ভিডিওটিকে আগের বলে দাবি করছেন।
পান্ডিয়া যখনই বল হাতে নিলেন, দুয়ো দিলেন দর্শকরা। যা নজর এড়ায়নি ধারাভাষ্যে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনেরও, ‘আহমেদাবাদে হার্দিককে ভালোভাবে স্বাগত জানানো হয়নি। যতবারই সে বলের কাছে গিয়েছে, ততবারই শিস দেওয়া হয়েছে। ভারতে এমন কিছু খুব একটা দেখিনি আমি।’
এখানেই শেষ নয়, টসের পর রোহিত যখন উপস্থাপকের সঙ্গে কথা বলছেন তখন মাঠের বিভিন্ন কোনা থেকে ব্যাঙ্গাত্মক শিস শোনা যায়। কেউ কেউ কটাক্ষও করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।