খালেদকে নিয়ে লড়ছেন মিরাজ
অনুমিতভাবেই সকালের শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম মিলে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন শুরু করে স্বাগতিকরা। তবে, আজ বুধবার (৩ এপ্রিল) বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তাইজুল। ১০ রান নিয়ে দিন শুরু করা তাইজুলকে ফেরান কামিন্দু মেন্ডিস।
দলীয় ২৮১ রানে ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তাইজুল। নিজের সংগ্রহে যোগ করেন মাত্র চার রান। ব্যক্তিগত ১৪ রানে তাইজুল ফিরলে ক্রিজে আসেন হাসান মাহমুদ। হাসানকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মিরাজ। এই টেস্টে বাংলাদেশের শেষ ভরসা হয়ে টিকে আছেন তিনি। ইতোমধ্যে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের পঞ্চম অর্ধশতক।
চট্টগ্রাম টেস্টের শেষ দিনে সাত উইকেটে ২৬৮ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। মিরাজ-তাইজুল জুটি থেকে আসে ৩৮ রান। সিরিজে প্রথমবারের মতো ইনিংসে ৩০০ ছাড়িয়েছে স্বাগতিকরা। ব্যাটিং বিপর্যয়ে কেটেছিল পুরো সিরিজ।
চট্টগ্রাম টেস্ট নিজেদের করে নিতে বাংলাদেশের এখনও দুইশর বেশি প্রয়োজন। মিরাজ কোনো মিরাকল ঘটাতে পারেন কি না, সেটি সময় বলবে। এখন পর্যন্ত খালেদকে নিয়ে শেষ লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।