দল হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি?

সমালোচনা, বিতর্ক আর ক্রমাগত হার—বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। প্রয়োজন ছিল ঘুরে দাঁড়ানো। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তা করে দেখিয়েছে। দাপট দেখিয়ে প্রথমবারের মতো লঙ্কানদের হারিয়েছে টি-টোয়েন্টি সিরিজ। সেটি আবার তাদের ঘরের মাঠে।
পূর্ণাঙ্গ সিরিজ শেষে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল রাতে ম্যাচ শেষ করে দ্রুত দেশে ফেরার কারণ, ২০ জুলাই থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আজ বিশ্রাম শেষে আগামীকাল থেকে আবার কাজে নেমে পড়বেন ক্রিকেটাররা।
আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন কাটানো বাংলাদেশ দলের বড় সমস্যা, ধারাবাহিকতার অভাব। এটি ধরে রাখা বিশাল চ্যালেঞ্জ। শ্রীলঙ্কায় টানা দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নেওয়া বাংলাদেশ ধারাবহিক না হলে পাকিস্তানের বিপক্ষে মুখ থুবড়ে পড়ার শঙ্কা আছে। জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল তাই জোর দিচ্ছেন এই দিকে।
বিমানবন্দরে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ‘এটাই শেষ নয়। আমাদের এখান থেকে শুরু করতে হবে। আমাদের ধারাবাহিক হতে হবে। দল হিসেবে ধারাবাহিক হওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই হিসেবে আমরা এগোচ্ছি। সবার সঙ্গে পরিকল্পনা করছি, কীভাবে একটু একটু করে ভালো করা যায়।’