সূর্য তাহলে মাঠে ফিরছেন?
গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে মাঠে নামেন সূর্যকুমার যাদব। ভারতীয় এই হার্ডহিটার ব্যাটার জোহানেসবার্গে সেই ম্যাচে ৫৬ বলে সেঞ্চুরি করেন। একই ম্যাচে পান গোড়ালিতে চোট। ছিটকে পড়েন দল থেকে। গোড়ালির অস্ত্রোপচার শেষে দীর্ঘদিন ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়।
সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) তাকে সুস্থতার সার্টিফিকেট দিয়েছে। তিনি এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী ৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ আছে মুম্বাই ইন্ডিয়ান্সের। আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলবেন সূর্যকুমার।
তবে, রোববারের ম্যাচে তিনি মাঠে নামেন কি না, সেটি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত আজ শুক্রবারের (৫ এপ্রিল) প্রতিবেদন অনুসারে, মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে প্রায় শতভাগ প্রস্তুত সূর্যকুমার। মুম্বাই কর্তৃপক্ষ অবশ্য তাকে খেলানোর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। সেই দলটিই চলতি আসরে দেখেনি জয়ের মুখ। হেরেছে টানা তিন ম্যাচে। সূর্যকুমার দলে ফিরলে দলের শক্তি বাড়বে বলে প্রত্যাশা ক্লাব কর্তৃপক্ষের।