হারের তিক্ততায় শেষ মুস্তাফিজের আইপিএল মিশন
এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের শুরুটা ছিল দুর্দান্ত। নিজে পারফর্মের পাশাপাশি চেন্নাই সুপার কিংসও পেয়েছিল বিশাল জয়। কিন্তু শেষটা শুরুর মতো মধুর হলো না। আইপিএলে নিজের শেষ ম্যাচে আঁটসাঁট বোলিং করেও উইকেটহীন ছিলেন মুস্তাফিজ। চেন্নাইও পেল না জয়ের দেখা। চেন্নাইয়ের হারের তিক্তস্বাদ নিয়েই শেষ হলো কাটার মাস্টারের এবারের আইপিএল মিশন।
ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। দলের হারের ম্যাচে মুস্তাফিজ অবশ্য কিপটে বোলিংই করেছেন। নিজের কোটার ৪ ওভার বোলিং করে এক মেডিনে মুস্তাফিজ দিয়েছেন ২২ রান। বোলারদের মধ্যে তার ইকোনোই ছিল সবচেয়ে কম।
ম্যাচটিতে মুস্তাফিজের সামনে নিজেকে ছাড়িয়ে যাবার সুযোগ ছিল। সেই সঙ্গে এই আসরে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এক নম্বরে থেকে পার্পল ক্যাপ নিয়েও মিশন শেষ করতে পারতেন ফিজ। কিন্তু উইকেটের দেখা না পাওয়ায় কোনোটাই হয়নি।
তবে, জসপ্রিত বুমরাহ ও হার্শাল পাটেলের সঙ্গে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় উপরের দিকেই রয়েছেন বাংলাদেশি তারকা। রান ইকোনোমিতে পিছিয়ে তার অবস্থান টা দ্বিতীয়। তাই পার্পল ক্যাপ নিয়ে মৌসুম শেষ করা হল না তার। এক নম্বরের নামটা বুমরাহর।
আজ বুধবার (১ মে) আইপিএলের ৪৯ তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৭ উইকেটে ১৬২ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান এসেছে রিতুরাজের ব্যাট থেকে। ৪৮ বলে যা সাজানো ছিল ৫ চার ও দুই ছক্কায়।
জবাব দিতে নেমে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জনি বেয়ারস্টো। ৪৩ রান করেন রাইলি রুশো। শেষ দিকে অধিনায়ক কারান করেন ২০ বলে ২৬ রান।
এর আগে চিপকে এদিন টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। অধিনায়ক স্যাম কারানের সিদ্ধান্ত যে ভুল নয় সেটার আঁচ পাওয়া গেল চেন্নাইয়ের ব্যাটিংয়ে। যদিও স্বাগতিকদের শুরুটা দারুণ হয়। দুই ওপেনার রিতুরাজ ও আজিঙ্কা রাহানে মিলে শুরুর জুটিতে স্কোরবোর্ডে তোলেন ৬৪ রান। কিন্তু নবম ওভারে রাহানে আউট হয়ে ফিরলেই এলোমেলো হয় চেন্নাইয়ের ব্যাটিং। শিবাম দুবে থেকে শুরু করে জাদেজা-ধোনি, কেউই পারেননি জ্বলে উঠতে। স্রোতের বিপরীতে লড়েছেন শুধু রিতুরাজ। তার লড়াইয়ে ভর করেই কোনোমতে দেড়শ ছাড়ানো পুঁজি পায় চেন্নাই। কিন্তু তা দিয়ে জয় পাওয়া সম্ভব হয়নি।
এ ছাড়া রাহানে করেন ২৪ বলে ২৯ রান। ২৩ বলে ২১ রান করেন রিজবি। ধোনির ব্যাট থেকে আসে ১১ বলে ১৪ রান।