জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম
শহীদ শেখ আবু নাসের স্মৃতি জাতীয় টি-২০ ব্লাইন্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগ। সোমবার সকালে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকরা ৮ উইকেটে হারিয়েছে শহীদ তাজউদ্দিন ঢাকা বিভাগকে। আগের দিন গ্রুপ পর্বে ফাইনালের ড্রেস রিহার্সালে মাত্র ৩ রানে হারের প্রতিশোধ নিয়ে দাপটের সাথে ফাইনাল জিতে ট্রফি জয়ে উৎসব করেছে চট্টগ্রামের ক্রিকেটাররা।
ম্যাচে প্রথমে ব্যাট করে ঢাকা ৭ উইকেটে সংগ্রহ করে ১২৪ রান। জবাব দিতে নেমে ঢাকা ১১.৪ ওভারেই লক্ষ্যে পৌছে যায় মাত্র ২ উইকেট হারিয়ে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) ব্যবস্থাপনায় ১০ মে শুরু হওয়া আসরে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন মো. সালমান।
রান তাড়ায় মাত্র ৩৮ বলে ৫৮ রান করার পাশাপাশি বল হাতে তিনি ফাইনালে ১ উইকেট লাভ করেন। টুর্নামেন্টে ২৯৮ রান ও ৪ উইকেট লাভ করে ম্যান অব দ্য টুর্নামেন্টের সাথে টুর্নামেন্ট সেরা ব্যাটারেরও পুরস্কারও লাভ করেন সালমান। আসরে ৬ উইকেট নিয়ে ঢাকার আরিফ পান সেরা বোলারের পুরস্কার। টুর্নামেন্টে অংশ নেওয়া অপর দুটি দল ছিল ক্যাপ্টেন মনসুর আলী খুলনা বিভাগ ও এইচ এম কামরুজ্জামান রাজশাহী বিভাগ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্রীড়া উপ-কমিটি চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রতিষ্ঠাতা সভাপতি মোজাফফর হোসেন পল্টু, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বিবিসিসি সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিএমপি উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সফিয়ান, টুর্নামেন্ট ভেন্যু চেয়ারম্যান এস এম জমির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের চেয়ারম্যান লায়ন দিদারুল আলম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্টের সমন্বয়কারী ও বিবিসিসি কাউন্সিলর মো. সাহাব উদ্দীন হাসান বাবু।
চ্যাম্পিয়ন রানার-আপ সহ বিভিন্ন পর্যায়ে দলগত ও একক পুরস্কার প্রদানের আগে প্রধান অতিথির বক্তব্যে মোজাফফর হোসেন পল্টু শহীদ পাঁচ নেতার নামকরণে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করেন। একইসাথে বিবিসিসি’র এই আয়োজনে নিরলস শ্রম প্রদানের জন্য মহানগর আওয়ামী লীগের কর্মকর্তাসহ ও ক্রীড়া বিভাগের প্রধান লায়ন দিদারুল আরম চৌধুরীর আকুন্ঠ প্রশংসা করেন।