কলকাতা নাইট রাইডার্স : রোড টু দ্য ফাইনাল
এবারের আইপিএলটা স্বপ্নের মতো কাটছে কলকাতা নাইট রাইডার্সের। যে স্বপ্নময় পথচলা তাদের পৌঁছে দিয়েছে শিরোপা ছোঁয়ার মঞ্চে। এবার শুধু শিরোপা ছোঁয়ার অপেক্ষা। মেগা ফাইনালে হায়দরাবাদকে হারাতে পারলেই তৃতীয় বারের মতো আইপিএলের টাইটেল জিতবে কলকাতা নাইট রাইডার্স।
এবারের আসরের মেগা ফাইনাল আজ রোববার। চেন্নাইতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে কলকাতা ও সানরাইজার্স হায়দরাবাদ। দুদলের শিরোপা যুদ্ধের আগে দেখে নিন কীভাবে ফাইনালে উঠল কলকাতা।
রোড টু দ্য ফাইনাল–
কলকাতা তাদের প্রথম ম্যাচটাই শুরু করে হায়দরাবাদের বিপক্ষে। গত ২৩ মার্চ হায়দরাবাদকে ৪ রানে হারিয়ে নিজেদের স্বপ্নযাত্রা শুরু করে কলকাতা।
পরের ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গালুরুর। কোহলিদের বিপক্ষে সেই ম্যাচে ৭ উইকেটের বড় জয় পায় কলকাতা। তৃতীয় ম্যাচেও ১০৬ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে।
নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখে কলকাতা। চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটের ব্যবধানে হারে শ্রেয়াস আইয়ারের দল।
হারের তিক্ততা অবশ্য পরের ম্যাচেই ঘুচিয়ে ফেলে কলকাতা। ১৪ এপ্রিল নিজেদের পঞ্চম ম্যাচে লখনৌর বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে ঘুরে দাঁড়ায় শাহরুখ খানের দল।
পরের ম্যাচে আবারও ধাক্কা খায় কলকাতা। রাজস্থানের কাছে হেরে যায় দুই উইকেটে। বেঙ্গালুরুকে পেয়ে সেই দুঃখও লাঘাব করে কলকাতা। হারিয়ে দেয় ১ রানের ব্যবধানে। পরের ম্যাচে আবারও কলকাতার হার। এবার আট উইকেটে হারে কিংস পাঞ্জাবারের কাছে।
ওই হারই শেষ। এরপর হার কেউ হারাতে পারেনি কলকাতাকে। উল্টো পশ্চিম বঙ্গের দলটি একে একে হারায়, দিল্লি, মুম্বাই, লখনৌকে। এরপর মধ্যে মুম্বাইকে হারায় দুবার। আর তাদের প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবেই কলকাতা পা রাখে প্লে-অফে। সেখানে দেখা হয় সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাড়ম্যাড়ে ম্যাচে একচেটিয়া দাপট দেখায় কলকাতা। দাপট দেখি তুলে নেয় ৮ উইকেটর জয়। সেই সঙ্গে নিশ্চিত করে আইপিএলের ফাইনাল। একই দলকে এবার ফাইনালেও পেল কলকাতা। আরেকবার হায়দরাবাদের রানের বন্যায় বাঁধ দিয়ে শ্রেয়াস-নারিনরা শিরোপা উৎসব করতে পারবে কি না সেটাই দেখার অপেক্ষা!