যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করল বাংলাদেশ
সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সুখবর পেল বাংলাদেশ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরির এ প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেছে বাংলাদেশ। এর মাধ্যমে সুযোগ মিলে গেল ২৮তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার।
সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই সেটে এগিয়ে থাকলেও পরে ২-৩ হেরে যায় বাংলাদেশের বালক টিম। তবে পরের ম্যাচগুলোতে পাকিস্তান, মালয়েশিয়া ও নেপালকে ৩-০ সেটে হারায় বাংলাদেশ।
এতেই আসরে রৌপ্য পদক ও এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হয়। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দলের হয়ে শ্রীলঙ্কায় খেলেছেন রামহিম লিওন বম, নাফিজ ইকবাল, আবুল হাসান হাসিব ও জুয়েল রানা জয়।
চীনের চংকুইঙ্গ শহরে আগামী ৩০ জুন থেকে ৬ জুলাই বসবে টেবিল টেনিসের ২৮তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের আসর। এশিয়াতে ৪৩টি দেশকে পাঁচটি রিজিয়নে ভাগ করে প্রতিটি রিজিয়ন থেকে দুটি করে মোট দশটি টিম চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলবে। এছাড়াও থাকবে গতবারের চার সেমিফাইনালিস্ট চীন জাপান, কোরিয়া ও ভারত।