‘এমি মার্টিনেজ একটা পাগল ও অসহ্য প্রতিপক্ষ’
আর্জেন্টাইন ভক্তদের কাছে ভালোবাসার নাম এমিলিয়ানো মার্তিনেজ। কোপা আমেরিকা, ফিনালিসিমা থেকে কাতার বিশ্বকাপ—তিন মঞ্চেই আর্জেন্টিনাকে ট্রফি জেতাতে বড় ভূমিকা যার। কিন্তু সেই এমি প্রতিপক্ষ হিসেবে কেমন? এবার উত্তরই দিলেন তার সতীর্থ ক্রিশ্চিয়ান রোমেরো। তার চোখে—এমি একটা পাগল, প্রতিপক্ষ হিসেবেও অসহ্যকর!
জাতীয় দলে দুজন একসঙ্গে খেললেও ক্লাবে একে অন্যের প্রতিপক্ষ। কারণ রোমেরো খেলেন টটেনহ্যামে আর মার্টিনেজ খেলেন অ্যাস্টন ভিলায়। মানে বছরের বেশিরভাগ সময় দুজন দুজনকে প্রতিপক্ষ হিসেবেই দেখতে হয়।
তাই মার্টিনেজকে নিয়ে দুধরনের অভিজ্ঞতাই জানা হয়েছে রোমেরোর। এই ধারণা থেকে এক সাক্ষাৎকারে রোমেরো মার্টিনেজকে নিয়ে মন্তুব্য করেছেন।
গোল ডটকমের প্রতিবেদন অনুসারে রোমেরো ওলেকে বলেছেন, ‘এল দিবু তো একটা পাগল, প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর। তবে সে এখন মুহূর্তে নিজের সেরা সময় কাটাচ্ছে। আর্জেন্টাইন হিসেবে ব্যাপারটা উপভোগ করি। সে এমন একজন মানুষ, যে নিচ থেকে উঠে এসে এখন বিশ্বসেরা গোলকিপার। দেখতে ভালো লাগে। মানুষ হিসেবেও অসাধারণ।’
মার্টিনেজের সঙ্গে একই দলের হয়ে আর্জেন্টিনার হয়ে টানা শিরোপা জিতেছেন রোমেরো। তাই তো সতীর্থ হিসেবে মার্টিনেজকে নিয়ে ধারণা যেমন স্পষ্ট তেমননি প্রতিপক্ষ হিসেবেও স্পষ্ট!