মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে চেন্নাইয়ের বার্তা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা শেষ। আগামীকাল রোববার (২ জুন) থেকে মাঠে গড়াবে নবম আসর। এর আগে ভারতের বিপক্ষে আজ শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুদলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।
মাঠে নামার আগে বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানকে শুভকামনা জানিয়েছে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজের বিশ্বকাপ মিশনের জন্য বার্তা দিয়েছে দলটি। এবারের আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজ খেলতে দেশে ফেরার আগ পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ৯টি ম্যাচে অংশ নেন তিনি।
৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে চেন্নাইয়ের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন মুস্তাফিজ। তার পারফরম্যান্সে মুগ্ধ হয় চেন্নাই কর্তৃপক্ষ। গ্রুপপর্ব থেকে বাদ পড়া দলটি মনে করেছিল, ফিজ থাকলে হয়তো তারা আরেকটু ভালো করতে পারত। সবমিলিয়ে, আইপিএল ২০২৪ এ যেন চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন বাঁহাতি পেসার।
বিশ্বকাপের আগে অফিসিয়াল ফেসবুক পেজে চেন্নাই লিখেছে ‘জাতীয় দলের দায়িত্ব নিতে সবুজ জার্সি গায়ে চাপাল ফিজ’। লেখার সঙ্গে বাংলাদেশের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে চেন্নাই।
চেন্নাই অবশ্য মুস্তাফিজ ছাড়াও তাদের দলে খেলা তারকাদের শুভকামনা জানিয়েছে। এ তালিকায় আছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, ডেরিল মিচেল, ভারতের রবীন্দ্র জাদেজারা।