এক সপ্তাহের ব্যবধানে সুখবর পেলেন সাকিব
কদিন আগেই আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরুর আগে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙার কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন বাংলাদেশি তারকা। তবে, এক সপ্তাহ না যেতেই এলো সুখবর। আবার নিজের সিংহাসন ফিরে পেয়েছেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি শ্রীলঙ্কা। ওই ম্যাচে ব্যাট হাতে মলিন ছিলেন হাসারাঙা। যার প্রভাব পড়েছে তার র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে রেটিং কমেছে তার। তাই এক ধাপ পিছিয়ে নেমে গেছে দুই। আর সাকিব উঠে গেছেন এক নম্বরে।
বিশ্বকাপের প্রথম ৭ ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি আজ বুধবার র্যাঙ্কিংয়ে হালনাগাদ করে আইসিসি। যেখানে রেটিং পয়েন্ট হারিয়ে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কান অধিনায়ক। তার রেটিং পয়েন্ট এখন ২২২। তারচেয়ে এক পয়েন্ট বেশি তথা ২২৩ নিয়ে শীর্ষে উঠেছেন সাকিব।
লঙ্কানদের বিপক্ষে ওই ম্যাচে ক্যারিয়ারসেরা ও দেশের হয়ে বিশ্বকাপে সেরা বোলিং করেন আনরিখ নরকিয়া। ৪ ওভার বোলিং করে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট নেন প্রোটিয়া বোলার। যার প্রভাব পড়েছে তার র্যাঙ্কিংয়ে। আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন নরকিয়া। বর্তমানে অবস্থান আট নম্বরে।