ফ্রেঞ্চ ওপেন জিতে আলকারাজের ইতিহাস
২০২২ সালে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগান স্প্যানিশ তারকা কালোর্স আলকারাজ। পরের বছর উইম্বলডনে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েন, এবার ট্রফি জিতলেন লাল দুর্গে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলেক্সান্দার জভেরেভের বিপক্ষে প্রথম তিন সেটে ২-১ এ পিছিয়ে পড়ার পর পাঁচ সেটের থ্রিলার জিতে শিরোপা উৎসব করলেন এই তরুণ তারকা, গড়লেন নয়া ইতিহাস।
গতকাল রোববার (৯ জুন) রাতে ৪ ঘণ্টা ১৯ মিনিটের ফাইনালে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২ গেমে জেতেন আলকারাজ। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে নিজের প্রথম তিনটি গ্র্যান্ডস্লাম জিতলেন ভিন্ন তিন সারফেসে। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হার্ড, ক্লে ও গ্রাস কোর্টে শিরোপা উঁচিয়ে ধরলেন ২১ বছর বয়সী তৃতীয় বাছাই। রেকর্ড ভাঙলেন আরেক স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের।
আলকারেজে চোখ এবার পরের বছরের অস্ট্রেলিয়ান ওপেনে। সর্বকনিষ্ট তারকা হিসেবে এই শিরোপা জিতলেই গ্রান্ড স্লাম ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ হবে। এর আগে গত বছর ইউএস ওপেনে নোভাক জোকেভিচকে হারিয়েছিলেন তিনি। আর ২৭ বছর বয়সী জভেরেভ এ নিয়ে নিজের দুই গ্র্যান্ড স্লাম ফাইনালেই হেরে গেলেন। এর আগে ২০২০ ইউএস ওপেনের ফাইনালে তিনি ২–০ সেটে এগিয়ে গিয়েও ৩–২ সেটে হেরে যান অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে।
ম্যাচের আগে আলকারাজ জানিয়েছেন, রোল্যান্ড গ্যারো শিরোপা জিতে তার দেশের কিংবদন্তি খেলোয়াড়দের তালিকায় যোগ দিতে চান। যার মধ্যে আলকারাজের আদর্শ রাফায়েল নাদালও রয়েছেন। অবশেষে দুর্দান্ত লড়াইয়ের পর অষ্টম স্প্যানিশ তারকা হিসেবে চ্যাম্পিয়ন হলেন আলকারাজ।