নতুন চুক্তিতে বাবরের বেতন ৪৫ লাখ, বাকিদের কার কত?
বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। বিবর্ণ পারফরম্যান্সে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় বাবররা। এরকম অবস্থায় বড় সুখবর পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা। ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে বেতন বাড়ছে প্রায় তিনগুন। যেখানে সর্বোচ্চ বেতন পাবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এর প্রতিবেদন অনুযায়ী, অনেক আগেই ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও কার বেতন কত শতাংশ বাড়ছে তা জানা গেছে। নতুন চুক্তি অনুযায়ী ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন হিসেবে পাবেন প্রায় ৪৫ লাখ রুপি। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৩০ লাখ রুপি। ‘সি’ ও ’ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ১৫ লাখ ও সাড়ে ৭ লাখ রুপি।
প্রতিবেদন অনুসারে ‘এ’ ক্যাটাগরিতে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদির মতো তারকারা। ‘বি’ ক্যাটাগরিতে আছেন শাদাব খান, ফখর জামান, হারিস রউফ ও নাসিম শাহ এর মতো ক্রিকেটাররা। ‘সি’ ক্যাটারগরিতে থাকা ইমাদ ওয়াসিম পাবেন ১৫ লাখ রুপি। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ইফতিখার আহমেদ, হাসান আলী ও সাইফ আইয়ুব পাবেন সাড়ে সাত লাখ রুপি।
প্রায় ২০২ শতাংশ বেতন বাড়ছে ক্রিকেটারদের। মূল বেতনের পাশাপাশি প্রতি ম্যাচের জন্য আলাদা ম্যাচ ফি রয়েছে। যা তাদের মাসিক আয় আরও বাড়াবে। অবশ্য, এর আগে পাকিস্তানের সাবেক স্পিন কোচ মুশতাক আহমেদ বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তার মতে, পারিশ্রমিক বাড়ালে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে। প্রত্যাশা পূরণ হওয়ায় তারা আরও ভালো পারফরম্যান্স করবে। এখন দেখার বিষয় এমন সুখবরের পর বিশ্বকাপের বাকি পথটা রাঙাতে পারেন কি না বাবরের সতীর্থরা।