ম্যাচ জিতেও দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম বড় আপসেট নিউজিল্যান্ড। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি। এমনকি আফগানিস্তানের কাছে হেরেছে বড় ব্যবধানে। টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে আজ শনিবার (১৫ জুন) জয় পেয়েছে উগান্ডার সঙ্গে। উগান্ডাকে মাত্র ৪০ রানে অলআউট করে ৯ উইকেটের জয় তুলে নেয় কিউইরা।
এদিন দারুণ খেলেছেন ট্রেন্ট বোল্ট। কিউই পেসার বোল্ট চার ওভারে এক মেডেনসহ মাত্র সাত রান দিয়ে পেয়েছেন দুই উইকেট। তবে, এমন দিনে কিউই ভক্তদের দুঃসংবাদই দিলেন বোল্ট। ম্যাচ শেষে তারকা এই পেসার জানালেন, এটিই তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ইএসপিএনক্রিকইনফোতে আজ প্রকাশিত প্রতিবেদন মতে বোল্ট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই আমার শেষ টুর্নামেন্ট। আমাদের আরেকটি ম্যাচ বাকি আছে (পাপুয়া নিউগিনির বিপক্ষে)। সেই ম্যাচ দিয়েই এই ফরম্যাটের বিশ্ব আসরকে বিদায় জানাব আমি। টুর্নামেন্টটি সবসময়ই উপভোগ্য। বিশেষত, টিম সাউদির (কিউই পেসার) সঙ্গে জুটি বেঁধে অনেক দারুণ মুহূর্ত তৈরি করেছি।’
৩৪ বছর বয়সী বোল্ট প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন ১০ বছর আগে। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু করেন। এখন অবধি এই টুর্নামেন্টে ১৭ ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়েছেন বোল্ট। ব্ল্যাকক্যাপসদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সার্বিকভাবেও তার রেকর্ড যথেষ্ট ভালো। ১১ বছরের ক্যারিয়ারে ৬০ ম্যাচ খেলে ৮১ উইকেট নিয়েছেন বোল্ট। সর্বোচ্চ বোলিং ফিগার ১৩ রানে চার উইকেট।