আফগান পরীক্ষায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
সুপার এইটের জোড়া ম্যাচের একটিতেও নেই জয়। তবুও বাংলাদেশের আশার প্রদীপে নিভু নিভু করে জ্বলছে সেমিফাইনালের প্রত্যাশা। এই প্রত্যাশাকেই বাস্তবে রূপ দিতে হলে আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয়ের রূপকথা লিখতে হবে বাংলাদেশকে। এমন লক্ষ্য সামনে রেখে বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
সেন্ট ভেনসেন্টে ম্যাচটি আফগানদের বিপক্ষে টিকে থাকার ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। টস হেরে আগে বোলিংয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।
টানা দুই ম্যাচ বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে সেমিফাইনালের স্বপ্ন দেখা আকাশ-কুশম কল্পনাই বটে। তবে মজার বিষয়, আফগানিস্তানের মতো দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ায় পরই বাংলাদেশের আশার পালে নতুন করে দোলা দেয় সেমির স্বপ্ন।
এখন সেমিতে যেতে হলে যেভাবেই হোক আফগানিস্তানকে আজ হারাতেই হবে বাংলাদেশের। শুধু তাই নয়, অসিরা যেহেতু ভারতের কাছে ২৪ রানে হেরেছে, তাই এখন বাংলাদেশকে কমপক্ষে ৬২ রানে হারাতে হবে আফগানদের। তাও আবার স্কোরবোর্ডে ১৬০ রান তুলে।
অন্যদিকে আফগানিস্তান জিতলে কোনো সমীকরণ ছাড়াই তারা সেমিতে যাবে। এছাড়া বাংলাদেশ যদি ৬২ রানের কম ব্যবধানে জয় পায়, তবে অস্ট্রেলিয়া সেমিতে চলে যাবে।
দুই দল টি-টোয়েন্টিতে ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে আফগানিস্তান জিতেছে ৬টিতে। সবশেষ দেখায় ২০২৩ সালে বাংলাদেশ ঘরের মাঠে জিতেছিল। তবে নিরপক্ষে ভেন্যুতে সবশেষ দেখায় আফগানিস্তান জিতেছিল। শারজাহতে এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে জয় পেয়েছিল। এবার কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।