পাওয়ার প্লে-তে আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ
ইনিংসের প্রথম বলেই উইকেট পেতে পারত বাংলাদেশ। তানজিম সাকিবের করা বল মিড অনে ঠেলে এক রান নিতে দৌড়ান রহমানউল্লাহ গুররাজ। বাংলাদেশি ফিল্ডার সময়মতোই বল থ্রো করেন, সরাসরি স্ট্যাম্পে আঘাত হানে। এ যাত্রায় ডাইভ দিয়ে বাঁচেন আফগান ওপেনার। প্রথম বলে উইকেট না পেলেও পাওয়ার প্লের পুরো ছয় ওভারে প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ।
সাকিব আল হাসানের করা পঞ্চম ওভারে আবারও ভাগ্য সহায় হয় আফগানদের। সহজ ক্যাচ ছাড়েন তাওহিদ হৃদয়। এতকিছুর পরও বাংলাদেশকে সফল বলা চলে শুরুতে। ছয় ওভারে কোনো উইকেট তুলতে না পারলেও দিয়েছে মাত্র ২৭ রান।
জটিল সমীকরণের ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন
আফগানিস্তানের বিপক্ষে জটিল সমীকরণ মেলানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ শেখ মেহেদি হাসান ও জাকের আলি। তাদের জায়গায় দলে ফিরলেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।
আফগান পরীক্ষায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
সুপার এইটের জোড়া ম্যাচের একটিতেও নেই জয়। তবুও, বাংলাদেশের আশার প্রদীপে নিভু নিভু করে জ্বলছে সেমিফাইনালের প্রত্যাশা। এই প্রত্যাশাকেই বাস্তবে রূপ দিতে হলে আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয়ের রূপকথা লিখতে হবে বাংলাদেশকে। এমন লক্ষ্য সামনে রেখে বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
সেন্ট ভিনসেন্টে আজ মঙ্গলবার (২৫ জুন) ম্যাচটি আফগানদের বিপক্ষে টিকে থাকার ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। টস হেরে আগে বোলিংয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।