ফাইনালের লক্ষ্যে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাল ভারত
প্রথম সেমিফাইনালটি হয়েছে একপেশে। দর্শকদের চোখ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে। বর্তমান চ্যাম্পিয়ন আর অপ্রতিরোধ্য ভারতের ম্যাচ বলে কথা। কিন্তু, বিধিবাম!
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৭ জুন) বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের এক ঘণ্টা ১৫ মিনিট পর। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। দফায় দফায় বৃষ্টি মাড়িয়ে আগে ব্যাট করা ভারত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে। জিততে ইংলিশদের চাই ১৭২ রান।
মহারণের দিন আরও একবার ব্যর্থতার পরিচয় দিলেন বিরাট কোহলি। যার ব্যাটে একটা সময় নির্দ্বিধায় তাকিয়ে থাকত ভারত, সেই তিনিই এখন ব্যাটিং নিয়ে যেন দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। দলীয় ১৯ রানেই সাজঘরে ফেরেন কোহলি। ৯ বলে মাত্র ৯ রান করে বোল্ড হন রিচি টপলির বলে। ইংল্যান্ডকে দ্বিতীয় সাফল্য এনে দেন স্যাম কারান। জনি বেয়ারস্টোর ক্যাচে পরিণত হয়ে ঋষভ পন্থ বিদায় নেন ছয় বলে চার রান করে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য ক্রিজে অনঢ়। সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ভারতের সংগ্রহ যখন আট ওভারে দুই উইকেট হারিয়ে ৬৫, তখন ফের শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে দীর্ঘক্ষণ। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ। বৃষ্টির পর ইংলিশ বোলারদের ওপর ঝড় বইয়ে দেন রোহিত ও সূর্য। ৩৬ বলে অর্ধশতক তুলে নেন রোহিত। কারানকে মিড অনে মারা ছক্কায় ভারতও ছাড়ায় শতরানের ঘর।
রোহিত-সূর্যের ৭৩ রানের জুটি ভাঙেন আদিল রশিদ। স্পিন ঘূর্ণিতে কুপোকাত করেন ভারতীয় অধিনায়ককে। বোল্ড হওয়ার আগে ৩৯ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৫৭ রান করেন রোহিত। ফিফটির খুব কাছাকাছি গিয়েছিলেন সূর্যও। তবে, ৩৬ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৭ রানে থামেন তিনি। জোফরা আর্চারের বলে ক্রিস জর্দানের তালুবন্দি হয়ে ফিরে যেতে হয় সূর্যকে।
সেট দুই ব্যাটার আউট হলে কিছুটা ব্যাকফুটে পড়ে যায় ভারত। থেমে আসে রানের চাকা। জর্দানকে টানা দুই ছয় মেরে খেলা জমিয়ে তোলা হার্দিক পান্ডিয়া টিকতে পারেননি বেশিক্ষণ। ১৩ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে জর্দানের বলেই ধরা পড়েন কারানের হাতে। জর্দানের মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন শিভাব দুবে। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ৯ বলে ১৭ রানের ক্যামিওতে লড়ার মতো পুঁজি পায় ভারত।
ইংল্যান্ডের পক্ষে জর্দান নেন তিন উইকেট। টপলি, আর্চার, কারান ও রশিদ পান একটি করে।