টিকে থাকার লক্ষ্যে শনিবার মাঠে নামছে ব্রাজিল
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গত ২৫ জুন গোলশূন্য ড্র করে সেলেসাওরা। পুরো ম্যাচে অসাধারণ খেলেও ফিনিশিংয়ের অভাবে পাওয়া হয়নি গোল। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গতবারের রানার্স-আপদের।
আসরে প্রথম জয়ের লক্ষ্যে আগামীকাল শনিবার (২৯ জুন) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের অ্যালেজিয়ান্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
‘ডি’-গ্রুপে প্রথম ম্যাচ শেষে শীর্ষে আছে কলম্বিয়া। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে তারা। ব্রাজিলের পয়েন্ট এক। তারা আছে দ্বিতীয় স্থানে। প্যারাগুয়ে প্রথম ম্যাচ হেরে আছে তলানিতে। ব্রাজিলের সামনে সুযোগ ম্যাচ জিতে টুর্নামেন্টে টিকে থাকা। কারণ, কোনোভাবে পা হড়কালে বিদায় এক প্রকার নিশ্চিত হবে তাদের।
প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। তবে, গোটা ম্যাচে ২০ আক্রমণ সাজিয়েও গোল বের করতে পারেনি তারা। কোস্টারিকা পুরোদমে রক্ষণাত্মক ফুটবল খেলায় ব্রাজিল ফরোয়ার্ডদের জন্য কঠিন হয়ে পড়ে ম্যাচটি। প্যারাগুয়ে সেই তুলনায় রক্ষণের চেয়ে মাঝমাঠ ও আক্রমণে নজর দেয়। এতে ব্রাজিলকেও পড়বে হবে পরীক্ষায়।
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ছেলেরা পয়েন্ট ছেড়ে এসেছে। এখন আর পয়েন্ট হারানোর সুযোগ নেই। আক্রমণে আরও গোছানো হতে হবে।’