ফাইনালে বৃষ্টি হলে ভারত কী সুবিধা পাবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর কাছে আতঙ্কের আরেক নাম ছিল বৃষ্টি। বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, কিছু ম্যাচ পুরো শেষ হয়নি। বিশ্বকাপের ফাইনালেও আবহাওয়ার অবস্থা একই। ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা ফাইনালে বৃষ্টির শঙ্কা। এর আগে দ্বিতীয় সেমি ফাইনালে ভারতের ম্যাচটিতে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। খেলা পরিত্যক্ত হলে গ্রুপপর্ব ও সুপার এইটে এগিয়ে থাকায় ফাইনালে ওঠার সুবিধা পেত ভারত।
বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ শনিবার (২৯ জুন) মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির হওয়ার শঙ্কা ৫০ শতাংশ। সেক্ষেত্রে নির্ধারিত সময় সাড়ে ৮টায় খেলা শুরু নাও হতে পারে। এদিকে, অনেকের মনে কৌতূহল—খেলা যদি ঠিকঠাক না হয়, ভারত কোনো সুবিধা পাবে কী না!
এমনটি হওয়ার সম্ভাবনা নেই। প্রথমত, ফাইনালে আগের কোনো অবস্থান বিবেচনা করা হবে না। এছাড়া, ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা আছে। দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকলেও ফাইনালে বাড়তি দিন বরাদ্দ দেওয়া আছে। ম্যাচের দিন পুরো খেলা শেষ না হলে সেটি রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে। সেদিনও বৃষ্টির শঙ্কা ২০ শতাংশ।
দুদিনেও যদি খেলা শেষ করা না যায়, তবে আইসিসির বিশ্বকাপের নিয়ম মতে, ভারত-দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। গ্রুপপর্ব থেকে সুপার এইট, তারপর সেমি ফাইনাল, দুই ফাইনালিস্টই এখন পর্যন্ত অপরাজিত।